Song - Amar Ekla Akash Thomke Geche<br /><br />Artist - Piyali Kapoor<br /><br /><br />Facebook <br />https://www.facebook.com/profile.php?... <br />Instagram <br /> https://www.instagram.com/piyali_kapo...<br /><br /><br /><br /><br /><br />Original Artist - Shreya Ghosal<br /><br />Upload by YouTube<br />Don't forget to LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE....<br /><br />-: Lyrics in Bengali :-<br />আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে<br />শুধু তোমায় ভালোবেসে<br />আমার দিন গুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে<br />শুধু তোমায় ভালোবেসে<br />তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে<br />ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে<br />আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে<br />শুধু তোমায় ভালোবেসে<br /><br />আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন<br />আমি চাইতাম, পেতে চাইতাম<br />শুধু তোমার টেলিফোন<br />ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর<br />রোদ গাইতো, আমি ভাবতাম<br />তুমি কোথায় কতোদূর<br />আমার বেসুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে<br /><br />শুধু তোমায় ভালোবেসে<br />আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে<br />শুধু তোমায় ভালোবেসে<br /><br />অলস মেঘলা মন<br />আমার আবছা ঘরের কোণ<br />চেয়ে রইতো, ছুঁতে চাইতো<br />তুমি আসবে আর কখন<br />শ্রান্ত ঘুঘুর ডাক<br />ধূলো মাখা বইয়ের তাক<br />যেন বলছে, বলে চলছে<br />থাক অপেক্ষাতেই থাক<br />আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে<br />শুধু তোমায় ভালোবেসে<br />আমার দিন গুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে<br />শুধু তোমায় ভালোবেসে<br /><br /><br /><br />#Amareklaakash<br />#banglasong<br />#piyalikapoor